উড়নচন্ডী মনটি আমার রয় না ঘরে একা
ঘুরে বেড়াই বন-বাদারে পাই না তোমার দেখা!
কোথায় থাক বন্ধু তুমি সকাল বিকেল সাঁঝে
তোমার দেখা না পাই যদি মন বসে না কাজে!


রুমঝুমাঝুম বৃষ্টি এলে তোমার কথা বাজে দিলে
ভুলে গেছ ভিজেছিলাম আমরা দু’জন মিলে,
শীতের শিশির মাড়িয়ে যেতাম নিত্য বকুল তলা
প্রথম তখন মিলেছিলাম ফাল্গুনী ভোর বেলা।


কাজল কালো চোখের আলো নতুন পথ দেখালো
মিষ্টি ঠোঁটের হাসির জোরে হৃদয় কেড়ে নিলো!
তখন থেকেই বদলে গিয়ে চলছি পাগল বেশে
জীবন থেকে হারিয়ে গেলাম স্বপ্ন দেখার দেশে।


চাঁদনী রাতে প্রেম কাননে গেঁথেছিলে মালা
বাড়তে থাকে হৃদয় মাঝে অন্য রকম জ্বালা,
পথের মাঝে দেখা হ’লে মুখটি করো কালা
অনেক ব্যথাই দিলে বন্ধু এবার আমার পালা।