মৃত্যু সবার তরেই অবশ্যই-অপ্রতিরোধ্য।
তবে, নির্দ্ধারিত সময়ের পূর্বে কখনো নয়।
"করোনা" ছিল অতি সাধারণ কারণ মাত্র।
সবার পক্ষেই অসম্ভব মরণকে করা জয়।


দাম্ভিকের আস্থা! শেষে হাওয়ায় উড়ে যায়!
ফুঁ দিয়ে নেভানো যায় না সৃষ্টির কারণ।
অলৌকিকত্ব নয় কোন সৃষ্টির নিজস্ব স্বত্ত,
শুধু স্রষ্টারই অলঙ্কার, যাকে মাপা যায় না।


যার সমাপন ঘটানো অকল্পনীয়ও বটে।
জীবনের ধারাপাত দুর্ভেদ্য রহস্যে ঘেরা!
যাকে নিয়ে কখনো হিসাব কষা যায় না,
শুধু, দেখে শুনে মূল্যায়ন করতে হয়!


তবে, বিশ্বাসী পারে অণু-কণা শুষে নিতে,
যা, হয়ে যায় তার অনন্তকালের পাথেয়।