অর্জন নিয়ে গর্জন করে
ব্যর্থতার ওরা ধারে না ধার,
আকাশের চাঁদ করে ফালি ফালি
ভাবে না ওপারে পাবে না পার!


শক্তির করে ভক্তি জগতে
বিনয়ীকে ভাবে মহা দুর্বল,
শূন্যের মাঝে বাতাসের সাথে
যুদ্ধ করিয়া ভাবে সবল!


বিচারে-আচারে প্রচারে প্রহারে
সর্বশক্তি করে নিয়োগ,
ইথারে পাথারে অহমে জানায়
কারা কতটুকু পাবে সুযোগ!


কালো মেঘে ওরা করে না শঙ্কা
বাঘের পৃষ্ঠে হয়ে সওয়ার,
স্বজনের তরে সাত খুন মাফ
খুলে যায় ফাটকের দুয়ার!


অভিসারী হলে নেই অপরাধ
শালীনতা হয়ে গিয়েছে ফাঁদ!
মাদকতা সুখে নাচে আনন্দে
খোদার হুকুমে ভাঙ্গিবে বাঁধ।