ওরে আমার পরান রে তুই তেছপাতা খা!
ওরা খাক পান-সুপারী আলোপাতা-
নানাপদী নেশার সাথে বিড়ির মুথা!
খাক না রে ভাই বাহাত্তর ঘা জুতা!
ওরে আমার পরান রে তুই তেছপাতা খা!


ওরা খাক হিরো-ফেন্সি, চুরির টাকা!
দিকে দিকে উড়াক বুলি যত ফাঁকা!
ডাকুক না বৃক্ষ ডালে পাখি কা-কা!
ওরে আমার পরান রে তুই তেছপাতা খা!


লটিচ্ছেলে বলছে শালা বেজায় পাকা!
উড়নচন্ডী স্বভাব যাদের যায় না দেখা,
তবু, ওরাই মানুষ কিন্তু দারুন বাঁকা!
ওরে আমার পরান রে তুই তেছপাতা খা!


হারাম খাওয়া হারামী ঘোরায় চাকা!
দিচ্ছে বহুত লোভীদের বড্ড ধোঁকা!
তবু, তাদের দেখতে ক্যামন ন্যাকা!
ওরে আমার পরান রে তুই তেছপাতা খা!