ওরা ইচ্ছের দাস, মানেনা বিধান!
রাতে-দিনে ভাঙ্গে সীমানা প্রাচীর!
চেতনার বাতিঘরে জ্বালে খলদীপ!
নষ্ট সমাজের সভ্যদের, কষ্ট নেই!
প্রীতিহীন রীতির বৃত্তি করে নিত্য!
নগ্নপদে হাঁটে, অশিষ্টের জলসায়!
তারপরে! অশুভ সময়ে আরণ্যক-
হবার বাণী ছড়িয়ে আসর জমায়!


ওরাই আজ স্বপ্ন দেখায় ভূস্বর্গের!
উপশমের ইস্তেহার করে বিতরণ!
অথচ, চিনে না যন্ত্রণার কেন্দ্রস্থল!
সুখের প্রলেপ দেয় মিলনের ছলে
মানে না আপন-পরের ভেদাভেদ!
সৃষ্টি করতে চায় এক নতুন জগৎ!