তীব্র অত্যাচারের ব্যথার স্বাদে-
স্বপ্নীল আকাশও করছে কাঁন্না!
যেখানে উড়ে না বসন্তবিলাসে
পাখনা মেলা শালিকের বন্যা!  


মরণ আঘাতে বাণীর প্রলেপে-
মুক্তির আশা আজ বড় ক্ষীণ!
ভুলে গেছে ওরা স্বীয় উত্থানে
জনতার কাছে কত তার ঋণ!


কথার চাবুকে রসের লেপনে
মুছে গেছে সব চেতনার রঙ!
ত্রস্ত সম্প্রদায় করছে বিলাপ!
তবুও ঘোষেটিরা করছে ঢঙ!