পাথরের নিষ্প্রাণ নগরে জীবন হোঁচট খায়;
যেমন করে ট্রাফিকজ্যামে সওয়ারি দাঁড়ায়!
ঠায় দাঁড়িয়ে থাকা হাইরাইজ বিল্ডিংগুলোর
নিঃসঙ্গতা, বিরহ বেদনায় হৃদয় ছুঁয়ে যায়!
সহস্র মানুষের দঙ্গলে হারিয়ে যায় অতীত!
বাকরুদ্ধ প্রাণ! হেঁটে যায় যেন উদ্দেশ্যহীন।
আন্ডারপাসে আলোর ঝলকানী চমক দেয়!
তবুও নিজেকে বড় বেশি একা ভাবতে হয়!


রাতের বাহারি আলেয়ায় চোখে লাগে ধাঁধা!
কি এক সান্ত্বনার ঘ্রাণ, আশা হয়েও লুকায়!
কেতাদুরস্ত গাড়ির বহর, হৃদয়ে রঙ ছড়ায়!
স্মৃতিহীন হৃদয়ের মাঝে বেহুলার সুর বাজে!
পাখির পালকহীন পাষাণ নগরী যন্ত্রণা দেয়!
তবু্ও থেকে যাই মোহহীন কর্তব্যের ছায়ায়।