বহুমুখী স্রোতধারার মোহনায়
যে ছিল জীবন্ত আগ্নেয়গিরি;
যার হৃদয়ের আঙিনায় খেলেছিল
নার্গিস, প্রমিলা দেবী।
জাত পাত পায়ে দলে
নজরুল লিখেছিল সাম্যের গান,
জালিমের বুকে এঁকেছিল পদচিহ্ন!
দ্রোহের মশাল হাতে এসেছিল ধরণীতে
সে যে ছিল সর্বকালের আজন্ম দ্রোহী।
সে ছিল স্বাধীনতাকামী বিপ্লবী বীর
যার কন্ঠে ঝরতো জাগরণের বাণী,
সে ছিল মুক্তিযোদ্ধা, মানবতাবাদী-
গাইতো মুক্তির গান কারার কপাট ভাঙ্গি।
হাতে ছিল আর্ফিয়াসের বাঁশের বাঁশরী
ভালবাসার কবি ছিল প্রেমের কাঙাল;
চার পাশে ছিল তার ভালবাসার জাল!
সে ছিল শিশুদের খেলার সাথী
সবার আগে উঠত জেগে সকাল বেলার পাখি।
আজকের এই দিনে চলে গেছে সব ছাড়ি
এসো সবে তার তরে প্রার্থনা করি।