শ্রাবণের বরষায় এসেছিলে ভিজে
ডেকে ছিলে ইশারায় সে কি ছিল মিছে?
আজ কত দিন হলো দেখিনি তোমায়
খুঁজেছি মেঘের দেশে, গোধূলি বেলায়।
অভিমান করে যদি চলে গিয়ে থাক
ক্ষমা করে দিও প্রিয়া, এ মিনতি রেখো,
যতটুকু ব্যথা খুশি, এ হৃদয়ে দিও,
যত চাও প্রতিশোধ, তুমি নিয়ে নিও।


তবু এসে একবার ছুঁয়ে দিয়ে যাও,
সব ব্যথা একা তুমি কেন নিতে চাও?
সবটুকু কষ্ট এসো ভাগ করে নেই
সব জ্বালা বেদনাকে ছুটি দিয়ে দেই।
আবার মিলন মেলা রচিব দু’জন
ভালবাসা বেঁচে থাক, দেখুক ভুবন।