বৈশ্বিক রাজনীতির মাঠে ধর্মীয় উন্মাদনা!
সংখ্যালঘু নির্যাতনে আসে ভোটের জোয়ার!
তাদের খুনের পরিমান নির্দ্ধারণ করে দেয়
জয়-পরাজয় এবং ভোটের ব্যবধানের মাত্রা!


গণতন্ত্রের কদাকার রূপের এক নিকৃষ্ট প্রকাশ!
যে দেশে সংখ্যালঘুদের কোন রক্ষাকবচ নেই,
গণতন্ত্রের আড়ালে সেখানে চাষ হয় বৈরিতার!
বিশেষ করে নির্বাচনপূর্ব পরিস্থিতি ভয়ংকর!


বিশ্ব এখন গণতান্ত্রিক বিধানপুষ্ট অন্ধকার!
যেখানে যৌনতার নেই কোন বাছ-বিচার!
মোড়লদের স্বার্থ ভেদে গণতন্ত্রের আড়ালে
কোথাও থাকে স্বৈরাচার অথবা সমরাচার!


প্রয়োজনে রাজতন্ত্রও ছড়ি ঘুরায় নির্বিচার!
ক্ষমতা দখলের লড়াইয়ে নাকি অশোভন নয়
জাল-জালিয়াতি, প্রতারণা আর মিথ্যাচার!
গণতন্ত্রই ধর্মহীন “মানুষ”দের নাকি স্বর্গদ্বার!


ব্যক্তি স্বাধীনতা; ভোগের উন্মুক্ত স্বর্গ রাজ্য!
যেখানে ভালবাসাও পণ্য হয়ে বিজ্ঞাপনে যায়!
অবৈধ সন্তান প্রতিপালিত হয় এতিমখানায়;
যেখানে সম্ভ্রম অর্থের পাল্লায় বেচা-কেনা হয়!