অথৈ জলের ভরা গাঙে
ভাঙ্গে নদীর পাড়!
মনের সুখে লগি মারে
মাঝি হুশিয়ার!


জোয়ার যখন আসে গাঙে
আছড়ে পড়ে ঢেউ,
ভাটার টানে জীর্ণ, অচল-
বুঝতে পারে সেও!


ঢেউয়ের সাথে জোছনা নেচে
হৃদয় করে মাত,
মাঝির মনে স্বপ্ন হাসে
রঙ্গীন দেখে রাত!


মৃদু-মন্দ ছন্দ তোলে
ছলাৎ ছলাৎ ঢেউ,
মাঝির মনে সুখের দোলা
বোঝে না তো কেউ!


পালে যখন লাগে হাওয়া
তরতরিয়ে ধায়,
হালটা ধরে রসিক মাঝি
জীবনের নাও বায়।