তারুণ্যে কেটেছে কত ঘুমহীন রাত!
নিশি অবসানে আসে উদাসী প্রভাত;
রাখালী বাঁশির সুরে উতলা প্রহর,
অধরাই রয়ে যায় রক্তিম অধর!
কোকিলার কুহু তানে হাসে না ফাগুন,
খাঁ খাঁ করা তনুমনে নিভে না আগুন;
কখনও কাটে যদি ঘোর অমানিশা,
অন্তরে মদিরা এসে জাগাবেই আশা।


মনে হবে অবনীটা পল্লবে ছাওয়া,
ছায়াপথে খেলে যাবে নির্মল হাওয়া;
বসন্ত বিলাবে হেসে সুখের আভাস,
হৃদয়ে গোলাপ কলি ছড়াবে সুবাস!
স্বপন মেলবে ডানা অমিশ্র আনন্দে,
আবেগে জড়াবে প্রেম জীবনের ছন্দে।