সীমিত ক্ষণের দিনলিপিগুলো
কত রঙে রঞ্জিত,
ইতিহাস নিয়ে করি কোলাহল
অগোচরে বর্ণিত।


প্রেমের কুঞ্জ গড়েছিল কারা
খুঁজে ফিরি তার নাম,
অনাদরে ওরা হয়েছে বিগত
সয়ে গেছে অপমান!


দেশে দেশে রাজা করেছে শাসন
কয় জন ছিল ভালো!
আপনারে মেলে ধরেছে সবাই
ক’জন জ্বেলেছে আলো!


অবনীর মাটি গবেষণা শেষে
শূন্যে মেলেছে ডানা,
তারার মেলায় খুঁজেছে আলয়!
কতটুকু হলো জানা!


হিসাবের খাতা অপূর্ণ রেখেই
চলে গেছে কতজন!
অথচ তাহারা করেছিল গ্রাস
কত শোষিতের ধন!


কত মুনি, ঋষি সৃষ্টির মাঝে
খুঁজিয়াছে স্রষ্টাকে,
হতাশার বাণী লিখে রেখে শেষে
ছাড়িয়াছে বসুধাকে!