উপর্যুপরি পীড়নে ক্রমাগত হারিয়েছে ভারসাম্য;
অস্থিরতায় ভোগে স্থিতিহীন, প্রীতিহীন সভ্যতা!
ষড়যন্ত্র, প্রতারণা, লোভ-মোহ, হিংসা নয় কাম্য
তবু অমার্জিত অপরাধে গ্রাস করে অবিরত বসুধা!


পৃথিবীর উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিমে সবাই সবাক;
মেতেছে উৎসবে, শুষে নিতে কেন্দ্রের লোহিত রক্ত,
ওরাই তো এখন অসতী মর্ত্যের নমস্য অভিভাবক!
কেড়ে নিয়ে সার্বভৌমিকতা স্রষ্টার! ক্ষমতায় আসক্ত!


চরিত্রহীন দর্শনও লালসার সাথে মিলিয়েছে হস্ত;
অহমিত বিজ্ঞানী মৌলিকে হারিয়েছে অনায়াসে আস্থা!
ওরা অতি উৎসাহী হয়ে ধরণীকে করেছে অসুস্থ!
গোঁজামিল দিতে গিয়ে হারিয়েছে আলোকিত রাস্তা!


অবশেষে মিশে গেছে সবে মিলে একই দলে
আলাদা রয়ে গেছে সত্যের অনুসারী স্রষ্টার সৈনিক,
সৃষ্টিকে করতে চায় অনুগত ওরা, ছলে বলে কৌশলে!
অনুগত নয় বলে খুন হয়ে মুসলিম ঝরে পড়ে দৈনিক!


প্রযুক্তি নিয়ে করে অভাবিত বাড়াবাড়ি হয়ে ওরা ভ্রান্ত;
নিসর্গ যার দান, তারে কোরে অপমান হয়ে যায় শ্রান্ত!
অনুদানে-প্রলোভনে, লোভীরা দলে বেড়ে, হয়েছে অশান্ত,
অজস্র অর্জনে তবু যেন মনে হয়, অশুভ সভ্যতা ক্লান্ত!