রাজপথে নেমে যারা বলেছিল একদিন
ভুখা-ফাঁকা জননীকে দিতে হবে অন্ন,
শুনিনাতো সেই কথা বাজেনাতো সেই বীন
আজ তারা কোথা গেল নেই কোন চিহ্ন!


যার কিছু ছিল না রে তার হলো পূর্ণ
যার ছিল আঁখি আলো, সেই আজ অন্ধ!
ধান ভরা গোলা ঘর কেন আজ শূন্য!
কেন শুনি হাহাকার, কারখানা বন্ধ?


তোমরা সবাই আজ মোনাফেকী করেছো
লুটে পুটে নিঃশেষ করিয়াছ আমাদের,
অর্থের লোভে কত মানুষ কে মারছো
নিপীড়িত জনতা ছাড়বে না তোমাদের!


আজ যারা বলছে, চাই দু’টো অন্ন
পড়নে কাপড় নেই, চাই কিছু বস্ত্র,
মিছিলে তাঁদের দেহ হলো শত ছিন্ন
জীবনটা কেড়ে নিল তোমাদের অস্ত্র!


আর বেশি দিন নেই, জাগবে এ জনতা!
পড়বে তোমার ঘারে তোমাদেরই খড়গ,
কোথা রবে সেই দিন আজকের ক্ষমতা?
ভেঙ্গে ভেঙ্গে ধ্বসে যাবে কৃত্রিম স্বর্গ!



বিঃ দ্রঃ কবিতাটি ১৯৭৩ সালে রচিত।