মাকে ওরা লক্ষ্য করে করেছিলো গুলি!
সেই কথাটি কেমনে আমি মুছে ফেলি!
আমার এই পাগলা মনে জমে ছিলো
প্রণয় দেশের তরে! মুক্তিযুদ্ধ হলো;
গর্ভাশয়ে তুমি ছিলে, অন্ধকার ঘরে,
ডিসেম্বরে জন্ম নিলে, নয় মাস পরে।
করেছিলাম লড়াই, আতঙ্ক মাড়িয়ে,
স্বাধীনতা এসেছিল, বহু স্বপ্ন নিয়ে!


লাল সবুজের মাঝে বাংলাদেশ ছিল,
বিজয়ের আহলাদে দেশ মুক্তি পেল;
কেটে গেল বিষন্নতা, ছন্দ পেল জাতি।
অভাব জয়ের জন্য আমি যুদ্ধে মাতি;
ভেঙ্গে সকল বাঁধার দেয়াল নির্ভয়ে,
নবীন শিশু মেলবে ডানা বিশ্বজয়ে।