তোমাদের খুনে পেয়েছি স্বদেশ
শহীদ হয়েছো ভ্রাতা,
তোমাদের ত্যাগে এসেছে মুক্তি
স্বপ্নিল স্বাধীনতা।


লাল সবুজের মাঝে পাই আমি
একটু সুখের ঘ্রাণ,
শিশির ভেজানো মুক্ত সমীরে
সিক্ত হয়েছে প্রাণ।


মায়ের আঁচলে ছায়া খুঁজে পাই
শুনি দোয়েলের গান,
ভুলি নাই প্রিয় শেকড়ের কথা
তোমাদের অবদান।


স্বদেশের মাটি সবচেয়ে খাঁটি
মাথা গুঁজিবার ঠাঁই,
ভালবাসি প্রিয় তোমাদের বেশি
যাহার তুলনা নাই।


মায়া ভরা গাঁয়, গাছের ছায়ায়
সবুজ স্বপ্ন দোলে,
রেখো মা ওদের আবেগে জড়িয়ে
মমতা মাখানো কোলে।