রণরঙ্গিণী বেশে
এসেছিলে পাশে
হাতে ছিল হাতিয়ার,
মৃত্যুর ভয়
করেছিল জয়;
সস্মুখে হানাদার!


কতশত প্রাণ
দিয়েছিল জান
রঞ্জিত প্রান্তর,
অবশেষে সবে
উঠেছিল জেগে
কেঁদেছিল অন্তর।


ভয়ানক রাতে
অজানার পথে
বাড়িয়েছিলাম পা,
ভাবিনি কি হবে
কেবা সাথে রবে
মরণ হানিবে ঘা!


মরণ সমীপে
জীবন সপিবে;
কি এক দারুন নেশা!
পর প্রজন্মের
নতুন ঠিকানা
মনে জাগে নব আশা।


নতুন স্বদেশ
খুশির আমেজ;
স্বাধীন বাংলাদেশ,
তোমাকে ভালবেসে
মরি যেন শেষে;
এখানেই সব শেষ।