কথায় উঠেছে কথা, জঞ্জাল ঢুকেছে কোথা!
সময় বলে, ডাষ্টবিনে জঞ্জাল তো ঢুকবেই;
স্বপ্নের জাল বোনার অধিকার সবারই আছে,
তবে সময় ফুরিয়ে গেলে সে তো মরবেই!


মানব মনের রূপান্তর হলে ধরণী হয় বিষধর!
কলঙ্কের কালিমা তখন ছুঁয়ে যায় প্রতিটি প্রান্তর;
আরশ থেকেও বর্ষিত হয় অবিরাম অভিশাপ!
সংশয়-অশান্তি গ্রাস করে তখন সকলের অন্তর!


এক তরফা ভালবাসায় কভূ হয় না সুখের ঘর;
জোনাকির আলো দেখতেই ভাল, ঘোঁচে না অন্ধকার,
গণ জোয়ারেও জলোচ্ছাস হয়, ভাঙ্গে স্বপ্নের বাঁধ!
নতুন সূর্য উদিত হয়ে ছড়িয়ে দেয় আলোর বাহার!