খেল তামাশায়
বেলা বয়ে যায়
ভুলে থাকি স্রষ্টাকে!


বিনয় ভুলিয়া
অহমিকা নিয়া
বড় ভাবি আপনাকে!


মদিরার রসে
রয়েছি বেহুশে
ভুলেছি সত্য দ্বীন!


আলেয়ার পিছে  
ছুটে চলি মিছে
জীবন কি লক্ষ্যহীন?


আমাদের মাঝে
আজ শুধু আছে
ঈর্ষা, লোভ আর মোহ;


আসবে সেদিন-
ঘটবে যেদিন,
ঈমান বাঁচাতে দ্রোহ।


অশুভ শক্তি
করে না ভক্তি,
মুক্তির আশা ক্ষীণ!


জালিমের পাপে
বিধাতার কোপে
হয়ে যাবে ওরা লীন।