সোনালী কাবিনখানা
রক্তাক্ত কাফনে মোড়া,
অথচ এমন তো কথা ছিল না!


কথা ছিল, শ্বেত কপোত উড়বে
মুক্ত নীলাকাশে শান্তির আশে,
কথা ছিল, পূর্ণিমা রাতে মুক্তাঙ্গনে
রূপকথার গল্প শুনবো ভালবেসে!


কথা ছিল, থাকবে না পশ্চিমা জুজুর ভয়
থাকবে না শোষণের যাঁতাকল, রক্তক্ষয়,
কথা ছিল, থাকবে না দারিদ্রের কষাঘাত
থাকবে না প্রতারণা, মিথ্যা অজুহাত!


কথা ছিল, রবে সবার গোলা ভরা ধান
থাকবে না বর্গীর হানা, দস্যুর অভিযান!
কথা ছিল, মারবে না কেউ হিংসা-বিদ্বেষে
থাকবে না রক্তের হোলি খেলা অন্তর্দেশে!


প্রতিজ্ঞা অবজ্ঞা করি, উল্টোপথে হয়েছো যাত্রী
বিদ্রুপ হেনে কর অপমান খোদার বিধান!
সময় ফুরিয়ে গেলে নিঃসন্দেহে আসবে রাত্রি;
দুনিয়ার মত তথায়ও কি তুমি থাকবে প্রধান?


বিঃ দ্রঃ কবিতাটির রচনা কালঃ ২৬/০২/৯৮