আমার রক্তে নেই তোষামোদের প্রবঞ্চনা।
আমার মাঝেও সৃষ্টির উন্মাদনা থাকলেও
আমি তো আর স্রষ্টা নই।
আমি ভোগের ভাগাড়ে দেই না ডুব সাঁতার;
তাই আমার মাঝে নেই কোন অস্থিরতাও!


নিসর্গ প্রেমে পাই অফুরন্ত সুখ;
স্বাভাবিক সন্তরণে মুগ্ধতা খুঁজি,
আমি অতি উৎসাহ করি পরিহার
মরণ লভিতে এসেছি বসুন্ধরায়।


পাপাচারে প্রলুব্ধ করো না আমায়!
আমাকে ভাসতে দাও নির্মল দরিয়ায়,
আমি শুনি অনন্তের চিরন্তন আহবান;
আমাকে ছেড়ে দাও নিয়তির হাতে,
যেখানে যায় যাক নির্মোহ সাম্পান!