হে রুদ্র জনতার কাঙ্খিত নেতা!
ভোগের বাগানবাড়ির কার্নিসে
মাথা নুয়ে পড়ে আছে আহত গোলাপ!


খিড়কি খুলে দেখ মাথা উঁচু করে
আকাশে লেগেছে আঁধারী মেঘ!
যেখানে চলছে আরণ্যকের নিষিদ্ধ সংলাপ!


সমুদ্রের গর্জনে শুনি তোমার কন্ঠস্বর,
শুনি এলোমেলো বাতাসে তোমর পদধ্বনি;
রঙচটা স্বপ্নের হৃদয়ে জমেছে অজস্র মনস্তাপ!


জনতার আকুতি হোঁচট খায় ইথারে,
পায়রার পালক ঝলসে যায় বারুদে;
ঘূর্ণিঝড়ে পাক খায় ধরণীতে ভয়াল অভিশাপ!


এন্টার্কটিকায় বরফ গলে জল বাড়লেও
জনপদের আবর্জনা হয় না ধুয়ে সাফ!
আগের মতই প্রতিধ্বনিত হয় অর্বাচীনের প্রলাপ!


সভ্যতার সৌধে গুঞ্জরে অনামিকার মঞ্জরি,
কুমার-কুমারীতে সংক্রমিত হয় অশিষ্ট শীৎকার!
সর্বভূতে ছড়িয়ে পড়ে অনির্বাপিত যৌবনের উত্তাপ!


তুমি এসো প্রিয় নিরাময়ের দর্শন নিয়ে,
যেথায় গুমরে মরে অসহায় মানবতা;
নিরঞ্জনের আর্তনাদে অবনী ক্লান্ত; মুক্ত কর পাপ।