আমার মাঝে স্রষ্টা যখন
নতুন ভাবনা ছড়িয়ে দেয়,
সাজু-গুজু করে কাব্য
ছন্দে ছন্দে জন্ম নেয়!


আমি শুধু কলম দিয়ে
বর্ণগুলো সাজিয়ে যাই,
গর্ভমোচন হয়রে যখন
অফুরন্ত তৃপ্তি পাই!


ফুলের জন্ম দেয় না মালী
একটু শুধুই যত্ন নেয়,
ফুলের সাথে ফুল মেলালে
মালা, তোড়ার রূপটি পায়!


সৃষ্টি সুখের আনন্দটা
হয়তো মানুষ ঠিকই পায়,
তাই বলে সে নয়রে স্রষ্টা
কারিগর আবডালে রয়!


শিশু যখন গর্ভে আসে
গর্ভধারিনী তৃপ্তি পায়,
তাই বলে কি মা জননী
আত্মা, মগজ্, আকার দেয়?