একুশ এলো বলেই স্বাধীনতা এলো;
রক্ত পিচ্ছিল পথে ইতিহাস হলো!
মুক্তির বারতা নিয়ে বর্ণিল স্বপ্নগুলো
ধরার প্রান্ত জুড়ে ডানা মেলে দিলো।


মাতৃভাষায় কথা বলার অধিকার
ঔদ্ধত্য দেখালো ওরা কেড়ে নেবার!
বাঙলার দামাল ছেলে দুরন্ত দুর্বার
অঙ্গীকারে অটল ছিল শেকল ভাঙ্গার।


এমন দৃষ্টান্ত কোথাও কি আছে আর?
একুশ খুলে দিল নিরাশার বন্ধ দুয়ার;
একুশ নিপীড়িতের অজেয় হাতিয়ার,
খুলে দিল বন্ধ চোখ জগৎ সভার!


একুশ-ই যোগ্য জবাব দাম্ভিকতার;
বিশ্বময় অন্যায়ের স্বীকৃত প্রতিকার।
শহীদ বর্ণ সেনাদের নির্ভীক হুঙ্কার,
একুশ অতন্দ্র প্রহরী মায়ের ভাষার।  


একুশ ঘুঁচিয়ে দিল ঘোর অন্ধকার;
তাইতো একুশ বঞ্চিতের অহঙ্কার।
একুশ আজ নন্দিত বিশ্বের সবার;
খুনরাঙা স্মরণীয় দিন এ বসুধার!