তপ্ত মরুবালুকায় রিক্ত বেদুইন!
হৃদয়ে এখনও চলে রক্তক্ষরণ!
শুকিয়ে গিয়েছে ওদের চোখের জল,
ওরাই এ সভ্যতার উচ্ছিষ্ট-জঞ্জাল!
হতাশার নীল দরিয়ায় নিমজ্জমান
পথ হারা পান্থের হবে অকাল মরণ!


মানবতার ফেরিওয়ালার মুচকি হাসি
হারিয়ে যায় রহস্যের কুয়াশায়!
মৃত্তিকার গভীরে নিদ্রিত তরল সোনা
লোভের আগুন জ্বালায় জগৎময়!


ইচ্ছার দাস গড়েছে ভূ-স্বর্গ আঙিনায়!
স্রষ্টাপ্রেমী লুটিয়ে পড়ে পথের ধুলায়!
অনামিকাদের আব্রু নিলামে উঠেছে
অসহ্য নিপীড়ন আর ক্ষুৎ-পিপাসায়!
অথচ আমরা এখনও উৎসবে মাতি
অফুরন্ত উচ্ছাস আর ভোগ-লালসায়!