টোকাই বলে অকারণে
মারছো কেন ঢিসু?
দেখতে ওরা তোমার মতই
নয় কি মানব শিশু?


তোমার বাড়ির কাজের মেয়ে
করছো অবহেলা!
তোমরা থাক রাজ প্রাসাদে
ওদের কষ্ট মেলা।


বাবা-মায়ের পায় না আদর
ডেকো স্নেহে কাছে,
তোমার মত ওরাও তো চায়
বাঁচতে দুধে মাছে।


জন্ম থেকে জ্বলছে ওরা
আর করো না ঘৃণা,
পরকালে ওদের কাছেই
রইবে কিন্তু দেনা!


ওদের মাথায় হাত বুলিয়ে
একটু কর মায়া,
শেষ বিচারে অল্লাহ্তা’লা
তোমায় দিবেন ছায়া।