ফিরতি পথে বাড়তি ভাড়া দিও কিন্তু মেয়ে
নইলে তোমায় নিয়ে যাব সোজা আমার গাঁয়ে,
তাইতো আমি চাইগো নাগর, চলো তোমার বড়ি
আমার কাছে নাইগো কড়ি, চালাও তাড়াতাড়ি!


হাস্যরসে চলছিল পথ, মাঝ দরিয়ায় নাও;
হঠাৎ লাগলো মেঘের মেলা, বাড়তে থাকে বাও,
সামাল সামাল কন্যা তুমি ধরো নাওয়ের ছই
তোমায় নিয়ে গাঙ পেরুবো, আমি ভিতু নই।


ঝড়-তুফানে ঢেউয়ের পাহাড় আছড়ে পড়ে নায়
নদীর পানি ছলকে উঠে লাগলো তাদের গায়,
ভয়ের চোটে স্মরণ করে আল্লাহ্ নবীর নাম
ভিজে গায়ে তবু ঝরে মাঝির গায়ে ঘাম!


এমনি করেই ডুবলো বেলা, ডুবলো প্রেম তরী!
কন্যা বাঁচার চেষ্টা করে মাঝির চরণ ধরি!
হারিয়ে গেল দুইটি জীবন দেখলো ধরিত্রী
হয়ে গেল নীরব প্রেমের সলিল সমাধি!