আমার মায়ের স্বপ্নগুলো
দেখতে কেমন ছিল,
ভাবি যখন তখন আমি
হই যে এলো মেলো!


মায়ের কাছে সারা জীবন
ছিলাম ছোট্ট শিশু,
সোহাগ করার জন্য মা যে
খুঁজতো শুধুই ইস্যু!


সেই জননী গেল যখন
আমার ভুবন ছেড়ে,
বিদায় দিলাম আলতো করে
মুখখানি তার নেড়ে!


আকাশ ভরা তারার মাঝে
যখন খুঁজি তাঁকে,
সেই মনে হয় এই বুঝি মা
খোকা বলে ডাকে!


মা জননী কোথায় তুমি
চুপটি করে আছো!
তোমার দেখা স্বপ্নগুলো
কোথায় রেখে গেছো!