(১)


ঝরে যাওয়া পালকগুলো
কখেনা স্বপ্ন দেখে না;
অনাগত কুঁড়িগুলো
বইবে কি শুধু যন্ত্রণা!
কোথা রবে কানন মালী
কে বা দিবে সান্ত্বনা!


(২)


অনুভবে তুমি রবে,
তবু চাও বন্দনা;
ফাগুন আসে অবকাশে,
হৃদয় আঁকে আল্পনা;
অবশেষে যায় যে মিশে
ধূলোর সাথে জল্পনা!


(৩)


বালুচরে প্রাসাদ গড়ে
ভাবো তুমি মরবে না;
আকাশ জুড়ে ফানুস ছেড়ে
করো কত কল্পনা!
সত্য ছেড়ে নিত্য তুমি
শেখো কালো মন্ত্রণা!


(৪)


অবশেষে যাও যে ফেঁসে
অভিসারী ললনা;
দু’দিনের এ খেলাঘরে
যতই কর ছলনা,
কালের স্রোতে কালো ধূলো!
ভেসে যাবে গঞ্জনা!