ছুড়েছিলাম একটি তীর
হিংস্র পশুর দিকে,
কেন যে বন্ধু আমার
আহাজারি করে শোকে!


হয়তো থাকবো না আর
এ ভূলোকে বেশি দিন,
জমে গেছে দায়-দেনা
জমে গেছে ঢের ঋণ!


তুমি থাকো স্বর্গ সুখে
আমি যাই অনন্তলোকে,
সেই ভালো হৃদয় বলে
মরবো কত ধুঁকে ধুঁকে!


তবু বলি যাবার বেলায়
প্রশ্ন করো উর্দ্ধলোকে,
কে ভালো, কোনটা কালো
বলে দেবে এক পলকে।


আর বেশি বাকি নেই
আকাশে লেগেছে মেঘ,
ভূমিকম্প হয়েছে শুরু
ঝড়েরও বেড়েছে বেগ!


দেখেছিলাম অনেক স্বপ্ন
জেগেছিল অনেক সাধ,
আঁধার ঘনিয়ে এলেই
ভেঙ্গে যাবে বালির বাঁধ!