আমার ঘাটে সিনান করি
তোমার ঢেউ তো ভাঙ্গি না,
আমায় দেখে ভেংচি কাটার
স্বভাব তোমার গেল না!


আমি থাকি পিছ দুয়ারে
আঁধার আমার ঘোঁচে না,
সূর্য দিঘল বাড়ি তোমার
তবু পরান ভরে না!


সন্ধ্যা রাতের পূর্ণিমা চাঁদ
তোমার করে বন্দনা,
রাত-দুপুরে ঘুমের ঘোরে
স্বপ্নে দেখি চন্দনা!


ফুল বাগানে বসত তোমার
সুবাস মাখা আঙ্গিনা,
আমার ঘরে নেই জানালা
দুয়ার খানা সান্ত্বনা!


তোমার ঘরে জাদুর চেরাগ
আমার পিদিম জ্বলে না,
তবু তোমার ভেংচি কাটার
স্বভাব খানা গেল না!