জীবন বৈচিত্রের আধার!
কেবলই সে প্রেমের কাব্য নয়;
কখনও জীবন করে প্রেমের অভিনয়;
জীবনে যুদ্ধ আছে, আছে জয়-পরাজয়।


জীবন তো স্বপ্নময়!
বিনোদের সুবর্ণা করে জয়;
জীবন আনন্দে গড়ে সুখের ঘর,
জীবনে বহুমুখী অভীপ্সা করে ভর।


জীবন-ই তো অনন্য সুধা!
শুধু কি বেদনার উপাখ্যানময়!
জীবন ভাবের রঙিন আকাশ হলেও
গভীরতার ছলে অহমের আশ্রমও নয়।


জীবন কখনও ছন্দময়!
শুধুই দুর্বোধ্য গদ্য কবিতা নয়;
জীবন সৌন্দর্যের চির সখী না হলেও
ক্ষণে ক্ষণে ভালবাসা দিয়ে করে ঈর্ষাকে জয়!


জীবন কখনও অবিনশ্বর নয়!
তবে অনন্ত জীবনের সুধা করে জয়;
যেখানে পাঠশালা, পন্ডিতের নেই কোন ভয়,
আছে অনিন্দ্য জীবনের বরাভয় অথবা অনন্ত ক্ষয়!