কার যে কখন আসবে সমন
জানে শুধু মহাকাল,
সান্ত্বনা তবু জ্ঞানীদের তরে
তৈরী থাকেন সর্বকাল।


আমি পাপী-তাপী, করি রোনাজারী
ছিঁড়তে পারি না স্বপ্নজাল,
ক্ষমতার করি কত বাহাদুরি
আখের আমার টালমাটাল!


পরধনে করি আমি পোদ্দারি
এতিমের ধন করছি গ্রাস!
প্রতিপক্ষকে ঘায়েল করতে
নিজেরাই করি সৃষ্টি ত্রাস!


প্রলয়ের ঝড় ভাবে না কে পর
জলোচ্ছাসে ভাসায় চর,
চোখের পলকে ভাঙ্গে কত ঘর
বিচার করে না নারী বা নর!


বোকাদের ঘাড়ে হয়ে সওয়ার
নিজেদের ভাবি কর্মকার,
আড়ালে বসিয়া হাসে মিটিমিটি
বিশ্বস্রষ্টা নামটি যার।