হৃদয়ের গভীরে হলে, রক্তের ক্ষরণ
রুখিবার সাধ্য কার, আমার মরণ!
প্রেয়সীরে যত করি, মজিতে বারণ
সুখকর স্বপ্ন দেখে, তবু অকারণ!
বিলাসী পড়শি হয়, স্বপনে বিভোর
অবাধ্য রসিক নাকি, আমি মন চোর!
লাজুক কিশোরী প্রিয়া, খোলে নাতো দোর
খিড়কীর আবডালে, কাটায় প্রহর!


ভ্রমরায় কথা কয়, তার কানে কানে
কিযে জাদু করে যায়, সেই শুধু জানে,
মায়াবী জোছনা ঢেউ, খেলে মনোমাঝে
প্রেমের পরশ চায়, রসিয়ার কাছে!
ফাগুনে আগুন জ্বলে, তাতানো হৃদয়ে
পরিণতি চায় সখী, পরিণয় দিয়ে।