কবিতা এখন শুধু ধর্ষিতাই নয়,
তার অঙ্গচ্ছেদনও ঘটেছে!
অথচ কবিতা মোহিনী ছিল কল্পনার,
বাগদত্তা ছিল প্রেমিক কবির।


সারাটা আকাশে মেলে দিত ডানা,
নির্জনে চলতো খুনসুটি মেলা!
খেলতো কত খেলা সারাবেলা!
আদরনীয়া ছিল আবালবৃদ্ধবনিতার।


আর এখন!
রহস্যময়ী, ছলনায় রতা!
বোঝে না কেউ কারো মনের কথা!
বিতর্কিত ভাবনার বিমূর্ত প্রথা!

আলাপন, আলিঙ্গন, কোথায়, কখন!
কেউই বোঝে না যেন কারও বচন!
তাই তো সৃষ্টি হয় অকারণে কারণ;
বিভেদ-অভিমানে পর হয় প্রিয়জন!