পরিচিত, দোসর কিংবা স্বজন,
শুভাকাঙ্খী অথবা আত্মীয় পরিজন;
মৃত্যুর কোলে ঢলে পড়েছে, হয়নি আপন!


কত নারী শিশু, কিশোরীর অন্তর্ধান
আজও মানুষের কাছে রহস্যাবৃত হলেও
বিধাতার অদৃশ্য ক্যামেরায় বন্দী হয়ে
সে সব দৃশ্য সংরক্ষিত হয়ে রবে
শেষ বিচার অবধি!


বিধাতার কাছে প্রার্থনা করি,
শুদ্ধ আত্মাদের জান্নাতবাসের অধিকার দিও;


আর তোমরা!
শত কোটি বার তওবা করে,
ততোধিক বার ক্ষমা চেয়ে দেখতে পারো,
তোমাদের অর্থ যশঃ প্রভাব-প্রতিপত্তি,
নামায, রোজা, হজ্ব, যাকাত তোমাদের
পরকালীন মুক্তির বাহক হতে পারে কিনা!


আমাদের জেনে রাখা ভাল,
স্বর্গাধিপতির ইচ্ছে ব্যতীরেকে মুক্তি
মিলবে না কোন মহারথীরই সেই তখন!