উৎসর্গঃ প্রিয় কবি, শাহীন আহমদ রেজা কে-


এ তো কবিতা নয়! হৃদয়ের উচ্ছাস!
তোমার মনের গভীর প্রদেশে
রেখেছো আমাকে অতি সযতনে!
অভিভূত আমি অভূতপূর্ব আয়োজনে!


ইচ্ছে তো করে ফেরি করি দ্বারে দ্বারে
প্রেম-ভালবাসা, স্বপ্নীল নীলাকাশ;
অথচ উপেক্ষিত জীবনের সামর্থ্যের অনটন
হতাশার আবর্তে নিমজ্জিত করে প্রতিক্ষণে!


গর্বিত হতাম;
যদি তোমার কবিতার মত হতে পারতাম!
হে প্রিয় কবি,
কি করে করবো তোমার ঋণ পরিশোধ!


নিঃস্ব আমি, খর্বিত-হীনবল!
জীবন প্রদীপ নিভে যায় যাক,
তবু যদি হতো অনিয়ম প্রতিরোধ!


অশুভ সংকট! গ্রাস করে দৃশ্যপট;
ভেসে যায় স্বপ্নের খেয়া গভীর খাদে!
স্বাধীনতার অলিন্দখানি, কিঞ্চিৎ ডুবেছে জানি!
অথচ নিরুপায় সবাই!
আহত মানবতা নিয়ত-ই কাঁদে!


ক্ষমা কর প্রিয়,
যুদ্ধ হলো না শেষ!
মুক্তির আহব্বান অবিরাম বহমান,
জানি না কত দূরে , কতটা পথ ঘুরে আনন্দধাম;
ভাল থেক প্রিয়, ভরসা এখন শুধুই সেই ‘রহমান’!



বিঃ দ্রঃ- প্রিয় কবি জনাব শাহীন আহমদ রেজা গত ২৪/০২/১৭ তারিখে আমাকে উৎসর্গ করে যে কবিতাটি আসরে প্রকাশ করেছেন, তার-ই উত্তরে প্রিয় কবির উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।