জাগ্রত জনপদের নির্ঘুম বসতিরা
দুর্বোধ্য কারণে করে নিরবতা পালন,
গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন
প্রবাসের আকর্ষণে ব্যস্ত এখন!


এরই মাঝে চুরি গেছে সোনালী স্বপন
বাদী নেই, সাক্ষী নেই, কি হবে ভবিষ্যৎ!
রঙ্গমঞ্চে ব্যস্ত সবাই করতে অভিনয়;
কে নেবে মামলা, কে দেবে তার কৈফিয়ৎ!


পূবাকাশে দুরাশা, পশ্চিমে মরীচিকা,
কালো মেঘে ছেয়ে গেছে মধ্য গগন!
জমিনে অমানিশা ! দিগন্তে কুয়াশা!
উৎকন্ঠিত ছক কবলিত বিশ্ব যবন!


ভরসা আসমানবাসী, পাঠাবে উদ্ধারকারী,
আসবে সাথে নিয়ে শান্তির মোহনীয় পয়গম,
নিগূঢ় রহস্য মাঝে প্রশান্তি লুকিয়ে আছে
আপদ বিণাশ হবে, হবে পীড়ার উপশম।