হে প্রিয় জনতা আমার;
তোমরা তো জানোই না
তোমাদের স্বপ্নগুলোকে কত স্বল্প
দামে বিক্রী করে কিনেছি
আমার সুখের সোপান!


তোমরা তো জানোই না;
তোমাদের আবেগ কে পুঁজি করে
মর্ত্যের স্বর্গ আমি করেছি বিনির্মাণ!
সুপ্ত আগ্নেয়গিরির মাঝে দাঁড়িয়েও
অবকাশ চাই অনন্তকাল!


তোমাদের ভালবাসার অর্ঘ্য দিয়ে
রচেছি চির যৌবনা স্বর্ণ সিংহাসন!
তোমরা ফিরে যাও বোকার স্বর্গে;
জেনে রেখ, উৎসর্গের হয় না প্রতিদান।