গরিবের কথা নাকি
বাসী হলে ফলে খুব,
রাজনীতি মরে গেলে
খাটিয়ায় জ্বেলো ধুপ!


প্রসঙ্গ নীতি কথা;
অবসরে মূল্যবোধ!
ভুলের মাশুল গুনে
করে দিও পরিশোধ।


আকাশের রঙ দেখে
বুঝে নিও পরিবেশ,
এখনও সময় আছে
যতনে রেখ দেশ।


মাতালে বেতাল হয়ে
উজাড় করো না হুঁশ,
মেওয়াটা নিয়ে যাবে
বর্গীরা দিয়ে ঘুষ!


অলিগলি রাজপথে
লুটেরা পঙ্গপাল,
চেটে পুটে খেয়ে নিবে
সোনালী নায়ের হাল!


লিখে রাখো ডাইরীতে
হয়ে রবে ইতিহাস,
ভেবো না সেদিন যেন
ভাগ্যের পরিহাস!


দেশপ্রেমই বড় কথা
আর নেই অপশন,
সত্যকে সত্য মেনে
ত্যাগ করো প্রহসন!