স্বপ্নচারী স্বপ্ন দেখে
স্বপ্ন চুড়ায় বসে,
মিষ্টি মধুর তৃপ্তি খোঁজে
স্বর্গ সুখের রসে।


মন ময়ুরী পেখম মেলে
সুপ্ত মনের মাঝে,
প্রেম পিয়াসী ছন্দ তোলে
নিত্য সকাল-সাঁঝে।


রঙ বাহারি ফুলের মেলা
বসন্তেরই ডালে,
পাগল করে মোহন বাঁশি
যৌবনেরই কালে!


হংস মিথুন করছে মাতন
পদ্ম দিঘির জলে,
খুনসুটিতে মত্ত যুগল
বেতাল পলে পলে!


মন দরিয়ায় জোয়ার এলে
উছলে পড়ে ঢেউ,
প্রেম কাননে ফুটলে গোলাপ
মারবে উঁকি কেউ!