রক্তের দামে কিনেছি মুক্তি,
আনিয়াছি স্বাধীনতা;
ভুল করে কেউ করিও না ভুল
মানবো না অধীনতা!


এই দেহে আছে যতদিন প্রাণ
বলবো দেশের কথা,
ভাল যদি তব নাহি লাগে তবে
ততোধিক দিও ব্যথা!


সাগর সেচিয়া এনেছি মুক্তো
রাখিও যতন করে,
অবহেলা করে হারাইওনা তারে
কাঁদবে জীবন ভরে!


রঙ বদলের খেলা দেখে হই
শঙ্কিত অবিরত!
দেশের মাটিকে ধরিও না বাজি
বাড়াইওনা আর ক্ষত!


মিলে ঝুলে জ্বালো সুখের প্রদীপ
নিভিতে দিও না তারে,
দুর্গম পথে থাকিও অটল
বুক পেতে দিও ঝড়ে!