বিশ্ব লোকের নিঃস্ব আমি
শিষ্য ছিলাম শয়তানের,
শুদ্ধ হবার তাগিদ এলো
ওহুদ, বদর ময়দানের।


পণ করেছি ঋদ্ধ হবো
সাধন করে সিদ্ধি পাবো,
আঁধার ছেড়ে আলোর পথে
ইনশাআল্লাহ্ এগিয়ে যাবো।


বন্ধ ঘরের অন্ধকারে
সত্য যেথা গুমরে মরে,
ঊষার আলোয় আনবো তারে
দেখবে জগৎ নয়ন ভরে।


বৃত্ত ভেঙ্গে নিত্য কাজে
চিত্ত আমার সত্য খোঁজে,
আল-কুরআনের মধুর বাণী
ছন্দ তোলে হৃদয় মাঝে।


অচিন গাঁয়ের নবীন বালক
আল্লাহ্ সবার দয়াল পালক,
তাঁহার নামে শপথ করে
গড়ি চলো মর্ত্যে দ্যুলক।