ছিন্ন কাঁথায় লজ্জা ঢেকে
কচুর পাতার সবজি রাঁধি,
নেই সে কথায় বিচিত্রতা
এটাই বাংলার নিত্য সাথী!


জীবন্ত কঙ্কাল হাড়ে
রচিত রাজপ্রাসাদে বসে,
ফুলের আশা শুকনো ডালে
বৃথাই কর হে মহারাজ!


হিংসায় হয় না বিজয়
তপ্ত বুলেটে রক্ত ক্ষয়,
কারাগারে দিয়ে আসামীর সাজা
টলে কেন তবু মসনদ হায়!


বিঃ দ্রঃ- কবিতাটি ১৯৭৪ সালে রচিত