নক্ষত্রের সন্ধানে ছায়াপথে
করি আমি পরিভ্রমণ;
আঘাত হানিতে চায় উল্কা, ধুমকেতু,
আপন বলয়ে টানে ব্ল্যাকহোল!
তারার মেলায় খুঁজি প্রিয়দের সোনামুখ
চাঁদের জোছনা মনে দেয় দোল,
তরঙ্গে ভেসে যায় অনন্য কথা মালা
মেঘের ভেলায় ওরা বিছিয়ে আঁচল!
উষ্ণ হৃদয়টাকে শীতল করে দেয়
ঝিরি ঝিরি করে মেঘ ঝড়িয়ে বাদল!
অনিন্দ্য জনপদে উতলা করে মন মৃদু সমীরণ,
জোনাকীর সাথে নাচে বাজিয়ে মাদল!
নিসর্গ কাছে এসে বলে যায় পাশে বসে
আমি কি নই প্রিয় সুখের আদল!