মুত্যুর মিছিলে দেখি অশ্রুর ঢল্
ধুয়ে গেছে সোহাগীর চোখের কাজল,
সোনালী দিনগুলো হলো যে মলিন
বেদনার বালুচরে রুদ্ধ মাদল!


ভাবনার অলিন্দে আজ শোকের আবাস!
স্বপ্ন জানিয়ে দিল বিদায়ের আভাস!
ক্ষণিকেই থেমে গেল সুখের বিভাষ
মিটে গেল মেধাবীর রঙিন প্রভাস!


শোকের মাতমে বাজে বিদায়ের সুর
প্রিয়জন চলে যাবে কতটা ‍দূর!
থমকে দাঁড়ায় কেঁদে ক্লান্ত দুপূর
খুলে ফেলে অপ্সরী পায়ের নূপুর!


তবু কেটে যায় বেলা, কেটে যায় মেঘ;
যদিও ভেজায় চোখ প্রাণের আবেগ,
স্মুতির মিছিল এসে করে জ্বালাতন
আনমনা হয় মন, বাড়ে উদ্বেগ!


মরণ সত্য তবু মানে না তো মন
বিরূপ সময় এসে করে উদাসন,
যবে চলে যায় প্রিয়, যেতে দিতে হয়
নিয়তি করে না প্রীতি, মানে না বারণ!