চুড়ান্ত সমন আসে নির্ধারিত সময়েই;
যে সময়টি থাকে অজানা
সকলের কাছে!


অকস্মাৎ হিমবাহ বয়ে যায় ধমনীতে;
পাথর হয়ে যায় কোমল দেহ
চোখের পলকে!


অথচ কতটাই অহমিত নির্বোধ আমি!
সরবে গরব করি ধরণীর মাঝে,
মরণ আসে নীরবে!


অবনী বিশাল নয় সুবিশাল বিশ্বে,
গাদাগাদি করে থাকি অরণ্যে
মানুষ আর পশুতে!


খেলারাম খেলে যায় আবডালে;
ভয় থাকে লুকিয়ে বহুদূরে,
নির্ভয়ে দিগন্তে!


আনন্দ-বেদনায় ভুলে থাকি সত্যকে!
অলিন্দে দাঁড়িয়ে হাসে মৃত্যু;
নেমে আসে রাত্রি।


সন্ধ্যা সকাল থেকে নয় বেশি দূর;
মাঝে থাকে দিবসের কলরব,
অতঃপর অনন্ত যাত্রী!