কদর্য ঘর খানি আয়তনে ছোট
গাত্রবর্ণ কালো খুবই আঁটোসাঁটো;
সোনার পালং নেই, নেই ঝাড় বাতি
মাটির পিদিম জ্বলে মিটি মিটি ভাতি!


শীতাতপে থাকো তুমি রঙের মহলে
ভুল করে এ গেরামে কেন তুমি এলে!
উষ্ণ বাসরে দেয় উত্তাপে হানা
সুখের গতরে ঝরে মুক্তোর দানা!


আহা! মধুর বচনে যেন অমৃত জোটে;
প্রীতি মাখা মুখে নিতি কত খৈ ফোটে!
সোনার বর্ণ তোমার, রসে টলো মলো
আঁধারে ছড়াও দ্যুতি, জোছনার আলো!


শরমে হৃদয় খানি কাচু মাচু করে
সংকোচে ভালবাসা হাসে না অধরে!
কি যে করি, কোথা রাখি, প্রাণের সাথী
বল, কেমনে তোমার সাথে আনন্দে মাতি!