ভোগের বাজারে প্রেম নিবেদন!
যৌন নিপীড়ন যেথা ব্যাধির মতন;
কবির হৃদয়ে তবু প্রেমের কবিতা
জন্ম নেবার তরে করে আবেদন!


যৌন ক্ষুধা যেথা মদিরার চেয়ে বেশি
শয্যা সঙ্গী ছাড়া কাটে না একটা নিশি!
যৌনাসক্ত কামুক পুরুষেরা অর্ঘ্য চায়!
আতঙ্কগ্রস্ত নারীকুলের আজ বেড়েছে দায়!


আব্রু ঘাতীরা অজানা শঙ্কা মনে ছড়ায়
সতীচ্ছেদের মহামারী দেখে স্বপ্ন পালিয়ে যায়!
কলম হোক হাতিয়ার; প্রেমের কবিতা নয়,
দ্রোহের কাব্যে জাগুক জনতা, সত্যের হোক জয়।


কে কোথায় নিরাপদ! কার ঘাড়ে দু’টো মাথা,
সত্য বলার পরিবেশ নেই, বদলে গিয়েছে প্রথা!
শান্তির নীড়ে অশান্তি আজ বাঁধিয়াছে যেন বাসা
হুমকির মুখে মানবতা আজ, নি:শেষ ভালবাসা!